প্রতিদিনই আফগানিস্তানের কোনো না কোনো প্রাদেশিক রাজধানী দখল করছে তালেবান। গত ছয় দিনে তাদের হাতে পতন ঘটেছে আটটি প্রাদেশিক রাজধানী। মঙ্গলবার গোষ্ঠীটি উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশানের রাজধানী ফাইজাবাদ দখল করেছে বলে জানিয়েছে রয়টার্স।
বাদাখশান প্রাদেশিক কাউন্সিলের সদস্য জাওয়াদ মুজাদিদি জানিয়েছেন, মঙ্গলবার তালেবান ফাইজাবাদ দখল করে ফেলেছে। দুর্ভাগ্যবশত কয়েক ঘণ্টা তীব্র লড়াইয়ের পর পিছু হটেছে সরকারি বাহিনী। ফাইজাবাদের পতনের মধ্য দিয়ে পুরো উত্তর-পূর্বাঞ্চল এখন তালেবানের নিয়ন্ত্রণে।
প্রসঙ্গত, বাদাখশান প্রদেশের সঙ্গে তাজিকিস্তান, পাকিস্তান ও চীনের সীমান্ত রয়েছে।
মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা জানিয়েছেন, তালেবান এখন আফগানিস্তানের ৬৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা ১১টি প্রাদেশিক রাজধানী দখল করেছে কিংবা দখলের পথে আছে।