করোনা থেকে সহজেই সুস্থ হতে সম্পূর্ণ ভেষজ পদ্ধতি অবলম্বন করে সিঙ্গাপুর প্রবাসী মানিকগঞ্জের সন্তান ডা. এম এ হুসেন উদ্ভাবন করেছেন ইমিউনিটি বুস্টার। উদ্ভাবকের দাবি, তার এই ইমিউনিটি বুস্টার সেবনে বৈশ্বিক মহামারি কোভিট-১৯ এর সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব। সেই সাথে সংক্রমণ পরবর্তীকালে শারীরিক দুর্বলতাও অনেকটা লাঘব হয়।
ডা. হুসেন তার এই করোনা প্রতিরোধক বুস্টারের কার্যকারিতা প্রসঙ্গে ইতোমধ্যে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনেও করেছেন।
দীর্ঘ এক যুগের গবেষণার ভিত্তিতে সংবাদ সম্মেলনে ডা. হুসেন জানান, কোভিড-১৯ এর মতো অনুরূপ উপসর্গের নিত্য সর্দি, কাশি, গলাব্যথা,জ্বর ইত্যাদি রোগগুলো হয় প্রধানত বেশকিছু ভাইরাসের কারণে। এদের মধ্যে কমপক্ষে ৪টি ভাইরাস রয়েছে এবং এসব ভাইরাসের বিরুদ্ধে শত চেষ্টাতেও কার্যকরী ওষুধি সমাধান বের করতে এখনও আমরা ব্যর্থ। তিনি বলেন, মুলত দুর্বল ইমিউনিটি কারণেই নিত্য ব্যধিসমূহ ভোগান্তি দেয়। ২০০৭ সালে তিনি তার গলার টনসিল কেটে ফেললে দুই বছর কষ্ট ভোগ শেষে ২০০৯ সালে অনেক গবেষণা ও চেষ্টার ফলে ইমিউনিটি জোরদারকারী ভিটামিন, মিনারাল ও ভেষজ উপাদানের সমন্বয়ে একটি নতুন ফর্মুলা উদ্ভাবনে সমর্থ হন।
ডা. হুসেন এর ভাষ্যমতে, এই ফর্মূলাটি সর্দি, কাশি, গলাব্যথা ও জ্বরের মতো সমস্যা অনেকটাই লাঘব করতে সক্ষম।
তিনি আরও জানান, গত ২০২০ সালে বিশ্বের ওষুধ ইন্ডাস্ট্রি যখন বৈশ্বিক মহামারি কোভিট-১৯ এর সংক্রমণে অস্থির এবং করোনা মুক্তির কোনো প্রকারের কার্যকরী প্রতিষেধক বের করতে পারছে না। ঠিক সেই সময় তিনি তার ইতোপূর্বে উদ্ভাবন ইমিউনিটি বুস্টার ফর্মুলাকে আরও অধিক শক্তিশালী করার লক্ষ্যে এবং এই চলমান করোনা ভাইরাস থেকে সকলকে সুরক্ষিত রাখার জন্য গবেষণা করেন এবং সফল হন।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করে জানান, তার এই নতুন ফর্মুলাটিকে বাংলাদেশ ও সিঙ্গাপুর সহ ইংল্যান্ড, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় বসবাসকারী নিজ আত্মীয় স্বজনদের (করোনা পজিটিভ রোগীদের) সেবন করান এবং গত বছরের (২০২০) মে মাস থেকেই এক দুইজন করে খবর জানান তারা এই বুস্টার সেবনে দ্রুত সুস্থ হয়েছেন।
ইতোমধ্যে দেশে ও দেশের বাইরে প্রায় শতাধিক করোনা পজিটিভ রোগী এই বুস্টার সেবনে করোনা নেগেটিভ হয়েছেন। এর মধ্যে আমেরিকায় কমপক্ষে ১০ জন ও ভারতে তার এক বন্ধুর বাড়িতে তিনজন সুস্থ হয়েছেন বলেও তিনি সংবাদ সম্মেলনে জানান। সর্বপরি তিনি গত ২২ জুন ২০২১ সালে দেশে আসার পর মানিকগঞ্জ সদর, সিংগাইর, নবাবগঞ্জ ও ঢাকার আত্মীয় স্বজন ও বন্ধু মহলে এর ব্যবহারে ব্যাপক উপকৃত হয়েছে বলে জানান।
সংবাদ সম্মেলনে তিনি তার এই ইমিউনিটি বুস্টার সেবনে মানিকগঞ্জ জেলার সিংগাইরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুনের নাম উল্যেখসহ ধল্লা ইউনিয়নের ইদ্রিস মিয়া ও তার স্ত্রী, কন্যা এবং একই উপজেলার চারিগ্রাম ইউনিয়নের এম রহমান ও তার মা ছাড়াও ভারতের কলকাতার বেহালার বকুল নন্দি এবং তার ছেলে ও ছেলের বউয়ের সুস্থতার কথা উল্যেখ করেন।
সবশেষ, ডা. এম এ হুসেন বলেন, চলমান করোনা মহামারির কঠিন সময়ে তার উদ্ভাবনী ইমিউনিটি বুস্টারটি করোনা মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখতে সক্ষম। তাই তিনি দেশের স্বাস্থ্য বিভাগ করোনা মহামারি সমাধানে তার এই ইমিউনিটি বুস্টারকে কাজে লাগাতে চাইলে তিনি সার্বিক সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।