Top

রাশিয়ায় ১৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

১২ আগস্ট, ২০২১ ১১:০৮ পূর্বাহ্ণ
রাশিয়ায় ১৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

রাশিয়ায় কামচাতকা উপদ্বীপে ১৬ জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই ছিল পর্যটক। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ৭ জনের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। এছাড়া লেক কুরিলে এমআই-৮ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। ওই হেলিকপ্টারে ১৩ যাত্রী এবং তিন ক্রু সদস্য ছিলেন।

আল জাজিরার প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ঘটনাস্থলে ৪০ জন উদ্ধারকর্মী এবং ডুবুরি মোতায়েন করা হয়েছে। রাজধানী মস্কো থেকে ৬ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে কামচাতটা শহর অবস্থিত। স্থানীয় একটি স্বাস্থ্য সূত্র জানিয়েছে, ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার ও তল্লাশি অভিযান এখনও চলছে।

এর আগে গত ৬ জুলাই ২৮ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়। এন-২৬ নামের ওই যাত্রীবাহী বিমানটি পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কি থেকে কামচাতকা উপদ্বীপের পালানার দিকে যাত্রা করেছিল। পরবর্তীতে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ২৮ আরোহী ছিল যাদের মধ্যে ছয়জন ক্রু সদস্য। এছাড়া আরোহীদের মধ্যে এক বা দু’জন শিশুও ছিল।

তার আগে প্রায় ১৭ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয় রাশিয়ার অ্যান্তোভ এন-২৮ যাত্রীবাহী বিমান। উড্ডয়নের পর সাইবেরিয়ার তোমস্ক এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শেয়ার