Top

ব্লক মার্কেটে লেনদেন ৬৩ কোটি টাকার

১২ আগস্ট, ২০২১ ৬:১১ অপরাহ্ণ
ব্লক মার্কেটে লেনদেন ৬৩ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৮টি কোম্পানির ৬৩ কোটি ৬৬ লাখ ৮৭ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৩৩ লাখ ৯ হাজার ৮৮৪টি শেয়ার ৮৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬৩ কোটি ৬৬ লাখ ৮৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে ৫ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সাফকো স্পিনিংয়ের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ ইসলামিক ফাইন্যান্সের ১১ কোটি ৬ লাখ ৮২ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার, চতুর্থ সর্বোচ্চ রেনাটার ৫ কোটি ১৪ লাখ ২৩ হাজার টাকার, পঞ্চম সর্বোচ্চ পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫ লাখ ১ হাজার টাকার লেনদেন হয়েছে।

এছাড়া, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৩ লাখ ৭৫ হাজার টাকার, বিকন ফার্মার ২ কোটি ১২ লাখ টাকার, ফরচুন সুজের ২ কোটি হাজার টাকার, মবিল যমুনার ১ কোটি ৮৮ লাখ ০০ হাজার টাকার, বেক্সিমকোর ১ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ কোটি ০৫ লাখ ৬০ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ৯২ লাখ ৪০ হাজার টাকার, রহিম টেক্সটাইলের ৯১ লাখ ৫০ হাজার টাকার, প্রিমিয়ার সিমেন্টের ৮৪ লাখ ৭০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৬৯ লাখ ৯০ হাজার টাকার, এডিএন টেলিকমের ৬৩ লাখ ৮০ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ৪৬ লাখ ৮৩ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৪৩ লাখ ২২ হাজার টাকার, সিএপিএমআইবিবিএল মিউচুয়াল ফান্ডের ৪২ লাখ ৫৯ হাজার টাকার, লংকা বাংলা ফাইন্যান্সের ৩৮ লাখ টাকার, এমএল ডাইংয়ের ৩৪ লাখ টাকার, ড্যাফোডিল কম্পিউটারের ৩২ লাখ ৭৫ হাজার টাকার, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৩১ লাখ ৯২ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ২৮ লাখ ৫০ হাজার টাকার, ন্যাশনাল হাউসিংয়ের ২৮ লাখ টাকার, আরামিট সিমেন্টের ২৩ লাখ ৮১ হাজার টাকার, সামিট পাওয়ারের ২৩ লাখ ৭৬ হাজার টাকার, বেঙ্গল উইন্ডসোরের ২২ লাখ ৭ হাজার টাকার, আরডি ফুডের ২০ লাখ ৩৭ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ১৯ লাখ ৮১ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১৬ লাখ ৬ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৫ লাখ ৬২ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৫ লাখ ৩৩ হাজার টাকার, লাফার্জ হোল সিমের ১২ লাখ ৮৫ হাজার টাকার, প্রগতি লাইফের ১১ লাখ ৫৮ হাজার টাকার, পিপলস ইন্সুরেন্সের ১০ লাখ ৫৯ হাজার টাকার, আমান ফিডের ১০ লাখ ১৮ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ১০ লাখ ১৫ হাজার টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ১০ লাখ টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯ লাখ ১৩ হাজার টাকার, একমি ল্যাবের ৯ লাখ টাকার, ন্যাশনাল ফিড মিলের ৮ লাখ ১৩ হাজার টাকার, সন্ধানী ইন্স্যুরেন্সের ৮ লাখ ৪ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৭ লাখ ৯৩ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ৭ লাখ ৭৮ হাজার টাকার, যমুনা ব্যাংকের ৭ লাখ ৫৬ হাজার টাকার, মীর আক্তারের ৭ লাখ ৪৬ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৭ লাখ ৪৫ হাজার টাকার, সিলকো ফার্মার ৬ লাখ ১৫ হাজার টাকার, এটিসিএসএল গ্রোথ ফান্ডের ৬ লাখ ৮ হাজার টাকার, মার্কেনটাইল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৬২ হাজার টাকার, কে এন্ড কিউয়ের ৫ লাখ ৬০ হাজার টাকার, সিটি ব্যাংকের ৫ লাখ ৪৪ হাজার টাকার, অ্যাসোসিয়েট অক্সিজেনের ৫ লাখ ৪২ হাজার টাকার, প্যারামাউন্টের ৫ লাখ ১৩ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৫ লাখ ১২ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফের ৫ লাখ ৯ হাজার টাকার, ইউনাইটেড ফাইন্যান্সের ৫ লাখ ৭ হাজার টাকার টাকার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার