অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ হতেই বাংলাদেশ ছাড়েন তিনি। গত সোমবার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটি খেলে রাতেই উড়াল দেন যুক্তরাষ্ট্রে। সেখানেই যে মনটা পড়েছিল তার। তিন সন্তান আর স্ত্রী আছেন মার্কিন মুল্লুকে। সুযোগ পেলেই তো তাই সেখানে চলে যান সাকিব আল হাসান।
হাতে এবার সময় বেশি নেই। সামনেই আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তার আগে প্রায় দুই সপ্তাহের মতো ছুটি পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেই ছুটিতে পরিবারের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে এখন সাকিব। সেখানে স্ত্রী-সন্তানদের নিয়ে মনের মতো সময় কাটছে বিশ্বসেরা অলরাউন্ডারের।
সেই আনন্দের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় অনুসারীদের সঙ্গে ভাগাভাগিও করে নিচ্ছেন সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। একদিন আগে দেখা গেল ভারতের বারবিকিউ পার্টি করছেন তারা। আর শনিবার শিশিরে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে তিন সন্তান নিয়ে মধুরতম সময় কাটছে সাকিবের। শিশির ছবিটি দিয়ে লিখেছেন, ‘আমার সবকিছু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ।’
যুক্তরাষ্ট্রের উইসকনসিনে স্থায়ীভাবে বসবাস করছে সাকিবের পরিবার। স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তিন সন্তান থাকেন সেখানেই। দুই কন্যার মতো পুত্র সন্তানেরও জন্ম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০১২ সালের ১২ ডিসেম্বর মানে বিশেষ তারিখ ১২.১২.১২ -তে উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন তিনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলতে থাকায় আসা-যাওয়ার মধ্যে থাকেন সাকিব।
এবার ছুটি শেষে ফিরে ফের ব্যস্ত হবেন ক্রিকেটে। পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসছে ২৪ আগস্ট। তখনই শুরু হবে বাংলাদেশের দলেরও কোয়ারেন্টাইন প্রক্রিয়া। এই সিরিজে অংশ নিতে ফিরবেন সাকিব।