Top

হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩০৪

১৫ আগস্ট, ২০২১ ২:১০ অপরাহ্ণ
হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩০৪

ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু এবং ১৮শ’র বেশি মানুষের আহতের খবর পাওয়া গেছে।

রয়টার্স জানায়, স্থানীয় সময় শনিবার সকালে ৭ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পে গির্জা, হোটেল, স্কুল ও বাড়ি-ঘরসহ বহু ভবন পুরো ধসে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি রাজধানী থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত পেটিট ট্রু ডি নিপ্পেস শহর থেকে আট কিলোমিটার (পাঁচ মাইল) দূরে আঘাত হানে।

হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি বলেছেন, এই জরুরি অবস্থায় আমাদের অনেক বেশি সংহতি প্রদর্শন দরকার। ইতোমধ্যে দেশটিতে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি।

শেয়ার