তালেবান বিদ্রোহীরা কোনো লড়াই ছাড়াই আফগানিস্তানের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ দখল করে নিয়েছে। একইসঙ্গে রাজধানী কাবুলকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে আফগানিস্তানের পূর্বাঞ্চল থেকে।
রোববার (১৫ আগস্ট) সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, তালেবানরা আজ সকালে বিনা যুদ্ধে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী শহর জালালাবাদ দখল করে নিয়েছে। এখন বড় শহরের মধ্যে শুধু রাজধানী কাবুল সরকারের নিয়ন্ত্রণে আছে।
জালালাবাদ দখলের পর তালেবানরা সেখানকার গভর্নরের কার্যালয়ে তাদের উপস্থিতির ছবি অনলাইনে পোস্ট করেছে।
সেখানকার এক অধিবাসী আহমাদ ওয়ালি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আমরা ঘুম থেকে ওঠার পর সারা শহরে তালেবানদের পতাকা দেখতে পাই। তারা যুদ্ধ ছাড়াই শহরে প্রবেশ করেছে।’