Top

জেদ্দা ও রিয়াদে জাতীয় শোক দিবস পালিত

১৫ আগস্ট, ২০২১ ৭:০৯ অপরাহ্ণ
জেদ্দা ও রিয়াদে জাতীয় শোক দিবস পালিত
সৌদি আরব প্রতিনিধি :

যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে সকালে দূতাবাস ও কনস্যুলেটে পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এবং জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল মো: নাজমুল হক জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দূতাবাসের এবং কনস্যুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে এ সময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রিয়াদস্থ ও জেদ্দায় বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার অভিবাসীগণ গভীর শ্রদ্ধায় জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এসময় কনস্যুলেট ও দুতাবাসে পবিত্র কোরআন খতম করা হয়। জেদ্দা কনস্যুলেট ও রিয়াদ দুতাবাসে প্রাঙ্গণে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে সৌদি আরবের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের অংশগ্রহণে আজ বিকেলে কনস্যুলেট ও দূতাবাস কর্তৃক একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া সৌদি আরবের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি স্কুলসমূহে ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যূলেটে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শেয়ার