Top
সর্বশেষ

আফগানদের বিশ্বকাপ স্বপ্নে তালেবানদের হানা

১৫ আগস্ট, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ
আফগানদের বিশ্বকাপ স্বপ্নে তালেবানদের হানা

তালেবানরা একটু একটু করে পুরো আফগানিস্তান নিজেদের দখলে নেওয়ায় এর প্রভাব পড়েছে আফগান ক্রিকেটে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে এখনো দুই মাস বাকি। কিন্তু তালেবানদের আগ্রাসনের কারণে ক্রিকেটারদের অনুশীলন এখন বন্ধ।

এদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশটির ছয় ক্রিকেট স্টেডিয়ামের তিনটিই চলে গেছে তালেবানদের নিয়ন্ত্রণে। ফলে রশিদ খান-মোহাম্মদ নবীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা তো দূরে থাক প্রস্তুতি নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। এছাড়া রশিদ খান, মুজিব উর রাহমান, আর মোহাম্মদ নবী বিদেশে অবস্থান করছেন। বাকি ক্রিকেটাররা দেশে থেকেও অনুশীলনের সুযোগ পাচ্ছেন না। খেলোয়াড়রা এখন নিজেদের জীবন বাঁচাতেই ব্যস্ত।

তালেবানরা ইতোমধ্যে দখলে নিয়েছে আফগানিস্তানের কান্দাহার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খোস্ত সিটি স্টেডিয়াম ও কুন্দুজ ক্রিকেট স্টেডিয়াম। মাজার-ই-শরিফের বালখ ক্রিকেট স্টেডিয়ামের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই করে যাচ্ছে তালেবানরা। কাবুল আন্তর্জাতিক স্টেডিয়াম বন্ধ থাকলেও জালালাবাদের গাজি আমানুল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এখনো রয়েছে আফগান সরকারের অধীনে।

শেয়ার