সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৭৮ বারে ১ লাখ ৫৪ হাজার ১৯৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৮৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬১১ বারে ২ লাখ ১৯ হাজার ৩০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৯৪ বারে ১৪ লাখ ৭৫ হাজার ১৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৬৮ শতাংশ, রহিমা ফুডের ৪.৬৫ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৪.৬২ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৪.৪১ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৪.২৮ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৪.২৬ শতাংশ এবং কপারটেকের শেয়ার দর ৪.২৪ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস