Top

তালেবান সম্পর্কিত তথ্য নিষিদ্ধ করল ফেসবুক

১৭ আগস্ট, ২০২১ ৩:৪৪ অপরাহ্ণ
তালেবান সম্পর্কিত তথ্য নিষিদ্ধ করল ফেসবুক

সশস্ত্র গোষ্ঠী তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর বেশ তৎপরতা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে। ইতোমধ্যে তাদের সন্ত্রাসী গোষ্ঠী অ্যাখা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ অবস্থায় কেউ যদি ফেসবুক ব্যবহার করে তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার বিবিসিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক মুখপাত্র জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সব ধরণের পোস্টের পাশাপাশি তালেবানদের প্রতি সমর্থনমূলক সব কন্টেন্ট নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

তিনি বলেন ‘যুক্তরাষ্ট্রের আইনে তালেবান সন্ত্রাসী সংগঠন। আমরাও আমাদের ‘বিপজ্জনক সংগঠন’ নীতিমালার আওতায় সব ধরনের সেবা থেকে গোষ্ঠীটিকে নিষিদ্ধ করেছি’।

আমরা তালেবানের পক্ষ থেকে পরিচালিত অ্যাকাউন্ট সরিয়ে নিচ্ছি এবং তাদের প্রশংসা, সমর্থন ও প্রতিনিধিত্ব করা পোস্টে বাধা দিচ্ছি।

ফেসবুক কর্তৃপক্ষ বিবিসিকে বলেন, বিধিনিষেধের আওতায় থাকা কেউ সংগঠনের সঙ্গে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর যোগসূত্র খুঁজে পাওয়া গেলে তার অ্যাকাউন্ট মুছে দেওয়ার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

শেয়ার