Top
সর্বশেষ

নাইজেরিয়ায় ১১০ কৃষকের গলা কেটে হত্যা

৩০ নভেম্বর, ২০২০ ৫:২১ অপরাহ্ণ
নাইজেরিয়ায় ১১০ কৃষকের গলা কেটে হত্যা

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের একটি কৃষি খামারে হামলা চালিয়ে শতাধিক কৃষককে গলা কেটে হত্যা করেছে জঙ্গিরা। শনিবারের এ ঘটনায় প্রাথমিকভাবে ৪৩ জন নিহতের কথা বলা হয়েছিল। তবে রোববার জাতিসংঘ জানায়, প্রকৃতপক্ষে ওই ঘটনায় অন্তত ১১০ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।

এডওয়ার্ড ক্যালন বলেন, এ ঘটনায় ‘অন্ততপক্ষে ১১০ জন বেসামরিক নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয় এবং আরো অনেকে আহত হয়েছে।’

নাইজেরিয়ার মাইদুগুরি নগরীর কাছে কোশবি গ্রামে শনিবার এ হত্যাযজ্ঞ চালানো হয়।

শেয়ার