Top
সর্বশেষ

কালিয়াকৈর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

৩০ নভেম্বর, ২০২০ ৭:১৭ অপরাহ্ণ
কালিয়াকৈর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈর বাজারে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে একটি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। আগুনে আশপাশের প্রায় ৫০টি দোকানপাট পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার পর আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভয়াবহ আগুনে জ্বলছে শত শত দোকান।
ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন স্টেশন থেকে রওনা দিয়েছে।
স্থানীয় শ্রীফলতলী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, বিকালে আগুন লেগেছে। এখনও আগুন জ্বলছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার