Top

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে টানা ১০ বার প্রথম কুমিল্লা

১৯ আগস্ট, ২০২১ ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে টানা ১০ বার প্রথম কুমিল্লা
নিজস্ব প্রতিবেদক :

করোনা মহামারীতেও অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে এবারো প্রথম হয়েছে কুমিল্লা কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট। এ নিয়ে টানা ১০ বার অনলাইনে রিটার্ন দাখিলে শীর্ষস্থান ধরে রাখল কুমিল্লা। বৃহস্পতিবার ভ্যাট কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে কুমিল্লা সদরের রাজস্ব কর্মকর্তা আহম্মদ ছালাউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাইয়ে রিটার্ন দাখিল হয়েছে ১০ হাজার ১৯৭টি। এরমধ্যে ম্যানুয়াল আটটি ও ১০ হাজার ১৮৯টি অনলাইনে দাখিল হয়। অনলাইনে রিটার্ন জমার শতকরা হার ৯৫ দশমিক ৩৩ শতাংশ। গত বছরের জুলাইয়ে অনলাইনে রিটার্ন দাখিলের শতকরা হার ছিল ২৫ দশমিক ১৮ শতাংশ।

শেয়ার