Top

সুস্থ হচ্ছেন কেয়ার্নস

২০ আগস্ট, ২০২১ ৬:৪৪ অপরাহ্ণ
সুস্থ হচ্ছেন কেয়ার্নস

নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে । তার লাইফ সাপোর্ট সরানো হয়েছে।

টুইটারে একটি স্ট্যাটাস দিয়ে এমনটাই জানিয়েছেন কেয়ার্নসের আইনজীবী অ্যারন লয়েড। তিনি লিখেছেন, লাইফ সাপোর্ট থেকে সরানো হয়েছে কেয়ার্নসকে। পরিবারের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারছে সে। সবার শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। তবে এখনও আমরা গোপনীয়তা বজায় রাখতে চাই।

সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালের পক্ষ থেকে এক মুখপাত্র জানিয়েছেন, কেয়ার্নসের অবস্থা এখন স্থিতিশীল। স্বাভাবিক কথাবার্তা বলছে। আগামী কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

তবে কবে নাগাদ হাসপাতাল থেকে কেয়ার্নস ছাড়া পাবেন তা জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। গত ১০ আগস্ট হৃদযন্ত্রের সমস্যার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয় কেয়ার্নসকে।

শেয়ার