মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে ভ্রমণ কর আদায়ে ভয়াবহ ধস নেমেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় ৭১৪ কোটি ৭ লাখ টাকা কম কর আদায় হয়েছে। বিদায়ী ২০২০-২১ অর্থবছরে (জুলাই-জুন) প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৫০ কোটি টাকা। এনবিআর থেকে এ তথ্য জানা গেছে।
এনবিআরের রাজস্ব আদায়ের চূড়ান্ত পরিসংখ্যান থেকে পাওয়া তথ্যানুসারে, বিদায়ী ২০২০-২০২১ অর্থবছরে ভ্রমণ করে লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৫০ কোটি টাকা। যার বিপরীতে আদায় হয়েছে ২২৫.৯৩ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার প্রায় ৩২ শতাংশ আদায় হয়েছে। যা গত (২০১৯-২০২০) অর্থবছরের তুলনায় ৬৩.৯২ শতাংশ কম। ওই অর্থবছরে ৯৩০.৯৬ কোটি টাকার ভ্রমণ কর আদায় হয়েছিল।
যদিও করোনার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের সব পর্যায়ে। যার প্রভাবে বিদায়ী ২০২০-২১ অর্থবছরে (জুলাই-জুন) রেকর্ড ৪১ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতির মুখোমুখি হতে হয়েছে এনবিআরকে। ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হলেও অর্জিত হয়নি লক্ষ্যমাত্রা।
এনবিআরের তথ্যানুসারে, ২০২০-২১ অর্থবছর শেষে তিন লাখ এক হাজার কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে চূড়ান্ত হিসাবে আদায় হয়েছে দুই লাখ ৫৯ হাজার ৮৮১ কোটি ৮০ লাখ টাকা। সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি প্রায় ৪১ হাজার ১১৮ কোটি ২০ লাখ টাকা। গত ২০১৯-২০২০ অর্থবছরের রাজস্ব আদায় হয়েছিল দুই লাখ ১৮ হাজার কোটি টাকা। আর তিন লাখ ৩০ হাজার কোটি টাকার মূল লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে ৭০ হাজার ১১৮ কোটি টাকা।
এনবিআরের হিসাব অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের ১২ মাসে (জুলাই-জুন) আয়কর, ভ্যাট ও শুল্ক খাতে প্রতিষ্ঠানটির আদায় যথাক্রমে ৮৫ হাজার ২২৪ কোটি ১৭ লাখ, ৯৭ হাজার ৫০৭ কোটি ২২ লাখ এবং ৭৭ হাজার ১৫০ কোটি ৪১ লাখ টাকা। যেখানে সদ্য সমাপ্ত সংশোধিত লক্ষ্যমাত্রা অনুসারে আয়কর, ভ্যাট ও শুল্ক খাতে এনবিআরের লক্ষ্যমাত্রা ছিল ৯৭ হাজার কোটি, ভ্যাট থেকে এক লাখ ১০ হাজার এবং শুল্ক খাত থেকে ৯৪ হাজার কোটি টাকা।
প্রবৃদ্ধি সন্তোষজনক হলেও করোনার প্রভাবে সৃষ্ট প্রতিকূল পরিবেশে রাজস্ব আহরণে বড় ধরনের ধাক্কা খেয়েছে প্রতিষ্ঠানটি। চলতি ২০২১-২২ বাজেট ঘোষণার আগে এনবিআর ২৯ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা কমানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছিল, যা অনুমোদিত হয়। ফলে নতুন লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩ লাখ ১ হাজার কোটি টাকা।