সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৮৫৮ বারে ১৩ লাখ ৪৪ হাজার ৪৩৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ১৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সাউথবাংলা ব্যাংকের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ৮ হাজার ৬৯৫ বারে ৩২ লাখ ২৬ হাজার ৫৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৮৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা জনতা ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮১৮ বারে ৫২ লাখ ১৯ হাজার ৮৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৭ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৯.৩৫ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৯.২২ শতাংশ, সুহৃদের ৭.৭৫ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৭.২৭ শতাংশ, ফরচুন সুজের ৭.২৩ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৬.৫০ শতাংশ এবং ইনটেকের শেয়ার দর ৬.৪৪ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস