Top

ফেব্রুয়ারির মধ্যে করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ: স্বাস্থ্য সচিব

০১ ডিসেম্বর, ২০২০ ৫:০৮ অপরাহ্ণ
ফেব্রুয়ারির মধ্যে করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ: স্বাস্থ্য সচিব

আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে বাংলাদেশ বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান। মঙ্গলবার (১ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, ‘আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা করোনার ভ্যাকসিন পেয়ে যাবো। আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাবো বা আরও আগে। আর যদি সেটা আরও আগে সম্ভব হয় তাহলে আরও আগে পাবো হয়তোবা।’

জানা যায়, অক্সফোর্ড থেকে তিন কোটি টিকা কিনবে বাংলাদেশ। প্রথম দফায় এসব টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নীতিমালা অনুযায়ী জনগণের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। টিকা কেনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন করোনাভাইরাসের টিকা এলে সেটা পর্যায়ক্রমে সবাই পাবে।

শেয়ার