সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৮৪ বারে ১ কোটি ২৪ লাখ ১৬ হাজার ৯২৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩২ কোটি ৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আইপিডিসির দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৬৪৮ বারে ৬১ লাখ ৩৬ হাজার ৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২২ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪০৪ বারে ৪৬ লাখ ৩৫ হাজার ৫৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ১৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মোজাফ্ফর হোসেনের ৯.৯০ শতাংশ, সাউথ বাংলার ৯.৯০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৯.৬২ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৮.৯৮ শতাংশ, আফতাব অটোর ৮.৪৫ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৭.৫৯ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.২১ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস