সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আজিজ পাইপস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ১৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৪৩ বারে ৩ লাখ ৩০৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩২ বারে ১০ হাজার ৯৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ২৩ বারে ৪ লাখ ৮০ হাজার ৫৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৫৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সোনারগাঁও টেক্সটাইলের ৩.১৯ শতাংশ, ইনটেকের ৩.১৪ শতাংশ, আইসিবি ইসলামি ব্যাংকের ২.৮৫ শতাংশ, পাওয়ার গ্রিডের ২.৬৮ শতাংশ, মীর আখতার হোসেনের ২.৫৭ শতাংশ, ইনডেক্স এগ্রোর ২.৩৮ শতাংশ এবং দেশ গার্মেন্টেসের ২.৩৮ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস