Top

আজ রাতে দেশে ফিরছেন সাকিব

২৪ আগস্ট, ২০২১ ৩:৩৯ অপরাহ্ণ
আজ রাতে দেশে ফিরছেন সাকিব

অস্ট্রেলিয়ার সাথে সিরিজ শেষ হওয়ার পরই পরিবারের সাথে সময় কাটানোর জন্য যুক্তরাষ্ট্রে গেছেন সাকিব আল হাসান। ছুটি শেষে আজ রাতেই আসন্ন নিউজিল্যান্ডের সফর যোগ দিতে দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে যোগ দিবেন হোটেলে কোয়ারেন্টিনে থাকা টিম বাংলাদেশের সঙ্গে।

বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম গণমাধ্যমকে জানান, সাকিব আজ রাতেই দেশে ফিরে আসছেন এবং এদিনই তিনি হোটেলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ঢুকে পড়বেন।

এদিকে, আজ দুপুরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রাখলেন নিউজিল্যান্ড ক্রিকেট দল। ঢাকায় পা রাখেই তিনদিনের জন্য রুম কোয়ারেন্টিনে তারা। তিন দিনের কোয়ারেন্টি শেষে হলে অনুশীলনে নামবে নিউজিল্যান্ড দল।

শেয়ার