দ্রুত করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা যাচাইয়ের প্রতিবেদন আগামী সপ্তাহে দাখিল করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘চলতি সপ্তাহে কাজ শেষ হবে না। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে প্রতিবেদন দেওয়া হতে পারে।’
গণস্বাস্থ্য কেন্দ্রের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৯ এপ্রিল ওষুধ প্রশাসন থেকে আইসিডিডিআর’বি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এ দুটি প্রতিষ্ঠানে কিটের কার্যকারিতা যাচাইয়ের অনুমতি দেয় ওষুধ প্রশাসন। সেই অনুমতির ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের ট্রায়াল চলছে।
দুই দফায় গণস্বাস্থ্য কেন্দ্র থেকে বিএসএমএমইউ-তে এক হাজার কিট সরবরাহ করা হয়।