Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতার প্রতিবেদন আগামী সপ্তাহে

০৮ জুন, ২০২০ ৫:৩৫ অপরাহ্ণ
গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতার প্রতিবেদন আগামী সপ্তাহে

দ্রুত করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা যাচাইয়ের প্রতিবেদন আগামী সপ্তাহে দাখিল করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘চলতি সপ্তাহে কাজ শেষ হবে না।  আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে প্রতিবেদন দেওয়া হতে পারে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৯ এপ্রিল ওষুধ প্রশাসন থেকে আইসিডিডিআর’বি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এ দুটি প্রতিষ্ঠানে কিটের কার্যকারিতা যাচাইয়ের অনুমতি দেয় ওষুধ প্রশাসন।  সেই অনুমতির ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের ট্রায়াল চলছে।

দুই দফায় গণস্বাস্থ্য কেন্দ্র থেকে বিএসএমএমইউ-তে এক হাজার কিট সরবরাহ করা হয়।

শেয়ার