Top
সর্বশেষ

চাঁদপুরে পুরুষাঙ্গের সাথে বেঁধে রাখা ইয়াবাসহ যুবক আটক

০২ ডিসেম্বর, ২০২০ ১২:৪৭ অপরাহ্ণ
চাঁদপুরে পুরুষাঙ্গের সাথে বেঁধে রাখা ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুরে পুরুষাঙ্গেরর সাথে বেঁধে রাখা ২০ পিস ইয়াবাসহ সজিব চৌধুরী (৩০) নামের এব যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ড সংলগ্ন ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে থেকে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক রাশেদুজ্জামান সঙ্গীয় এএসআই আবু হানিফ ও ফোর্সসহ দেহ তল্লাশী করে পুরুষাঙ্গের সাথে টেপ দিয়ে বাঁধা অবস্থায় ২০ পিস ইয়াবা উদ্ধার করে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক রাশেদুজ্জামান বাণিজ্য প্রতিদিনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে থেকে চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার ছোট সুন্দর গ্রামের নিরঞ্জন চৌধুরীর ছেলে সজিব চৌধুরী (৩০) কে দেহ তল্লাশি করে পুরুষাঙ্গের সাথে স্কসটেপ দিয়ে বাঁধা অবস্থায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করি।

আসামির বিরুদ্ধে থানায় জিআর-১৮১/১৯ মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা মূলতবি রয়েছে। ইয়াবাসহ আটকের ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার