Top

সোহানের কাছে নিউজিল্যান্ড যে কারণে অন্যরকম প্রতিপক্ষ

২৭ আগস্ট, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ
সোহানের কাছে নিউজিল্যান্ড যে কারণে অন্যরকম প্রতিপক্ষ

তারকা গোছের কেউ নেই। নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলের স্তম্ভ বা ‘পিলার’ বলতে যাদের বোঝায়, তারা কেউ আসেননি। তারপরও টম ল্যাথামের নেতৃত্বে যে দলটি এসেছে, সেটাকে একদম খাটো করে দেখছেন না কেউই।

বরং অনেকেরই মত- শেরে বাংলার নির্জীব, স্লথ গতির পিচে অস্ট্রেলিয়া যেভাবে নাকাল হয়েছে, যেভাবে দাপট দেখিয়ে জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল, ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে হয়তো কাজটা এত সহজ হবে না।

আর মাত্র ৭২ ঘন্টা পর নিউজিল্যান্ডের সাথে সিরিজ। সে সিরিজ নিয়ে টিম বাংলাদেশের ভাবনা কী? উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের কথা শুনে মনে হচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে হেসেখেলে জিতলেও নিউজিল্যান্ডকে মোটেই হালকাভাবে নিচ্ছে না টাইগাররা।

কিউইদের বিপক্ষে সিরিজ নিয়ে সোহানের মূল্যায়ন, ‘অবশ্যই নিউজিল্যান্ড ভালো টিম। আমার কাছে মনে হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ হবে। তবে যদি টিম হিসেবে খেলতে পারি, তাহলে ফল আমাদের পক্ষে আসার ভালো সম্ভাবনা থাকবে।’

সর্বশেষ দুই সিরিজে (জিম্বাবুয়ের মাটিতে এবং ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে) সাফল্য পেয়েছে বাংলাদেশ। সোহান মনে করেন, সেই সাফল্যের মূল রহস্য ছিল টিম ওয়ার্ক।

সোহানের ভাষায়, ‘গত দুটি সিরিজ আমাদের ভালো গেছে। সবচেয়ে বড় কথা আমরা টিম হিসেবে খেলতে পেরেছি। আমার কাছে মনে হয় এটা গুরুত্বপূর্ণ, এ সিরিজেও টিম হিসেবে খেলতে পারলে অবশ্যই ভালো রেজাল্ট হবে।’

সোহানের জাতীয় দলে অভিষেক সেই ২০১৬ সালে। মাঝে অনেক বছর সুযোগ পাননি। তবে সর্বশেষ দুই সিরিজে নিজেকে আবারও নতুন করে চিনিয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

লক্ষ্যণীয় ব্যাপার হলো, সোহানের আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট আর ওয়ানডে দুই ফরমেটেই অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সামনে আবার সেই প্রতিপক্ষ। অভিষেকের সেই কথা মনে পড়ে যাচ্ছে সোহানের। এবার অন্য ফরমেট, টি-টোয়েন্টি। সুযোগ পেলে নিজেকে মেলে ধরার আত্মবিশ্বাস তার।

উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বলেন, ‘আমার যেহেতু ওডিআই ও টেস্ট অভিষেক নিউজিল্যান্ডের সাথে হয়েছে, অবশ্যই আশা করব নিজের পারফরম্যান্সটা দেখাতে। যদি দলে সুযোগ পাই, শতভাগ দিতে চেষ্টা করব।’

নিজ দলের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে সোহানের কথা, ‘বোলিং ইউনিট হিসেবে আমরা ভালো করেছি। মোস্তাফিজ তো অসাধারণ, আমার কাছে মনে হয় সাকিব ভাই, শরিফুল আমরা সবাই খুবই ভালো সাপোর্ট দিয়েছে। মাহেদি খুব ভালো বোলিং করেছে। সত্যি কথা বলতে আমরা সবাই টিম হিসেবে খেলতে পেরেছি। যদি ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ ভালো কিছু করব।’

জাতীয় দলের ক্রিকেটাররা দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ে আছেন এবং মাঠে নেমে পারফর্মও করছেন। কাজটা কঠিন। তবে সোহান মনে করছেন, মানিয়ে নিতেই হবে।

তিনি বলেন, ‘সত্যি কথা বলতে বায়ো-বাবলে থাকা কঠিন। কিন্তু আমার কাছে মনে হয় যে এই পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নেয়া উচিত। সবাই এটা করছেও। আমরা শেষ দুটি সিরিজ বায়ো-বাবলে ছিলাম, তারপর কিছুটা রিফ্রেশ হয়ে সবাই আবার আত্মবিশ্বাস নিয়ে প্র্যাকটিসে এসেছে। এই পরিস্থিতিতে আমরা ক্রিকেট খেলতে পারছি, এটাই বড় কথা। আমার মনে হয় সবাই মানিয়ে নিয়েছে, ভবিষ্যতে পারফরম্যান্স আরও ভালো হবে।’

শেয়ার