অবশেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম জয়ের দেখা পেল ঢাকা বেক্সিমকো। ফরচুন বরিশালকে ৭ উইকেটে হারিয়ে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে বেক্সিমকো ঢাকা।
বুধবার (২ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ১০৯ রানের টার্গেট দেয় ফরচুন বরিশাল। জবাবে ৩ উইকেট হারিয়ে ও ৭ বল বাকি থাকতে জয় তুলে নেয় মুশফিকুর রহিমের দল।
১০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ইয়াসির আলীর অপরাজিত ৩০ বলে ৪৪ ও মুশফিকের অপরাজিত ২৩ রানে ভর করে সহজ জয় পায় ঢাকা। এছাড়া ২২ রান করেন তানজিদ হাসান। বরিশালের হয়ে একটি উইকেট পান মেহেদি হাসান মিরাজ।
এর আগে মিরপুর শেরে বাংলায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। ব্যাট করতে নেমে ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৮ উইকেটে ১০৮ রানের বেশি করতে পারেনি তামিমের দল। ২০ ওভারে ৮ উইকেটে ১০৮ রান করে তামিমের দল। সর্বোচ্চ ৩৩ রান করেন তৌহিদ হৃদয়।
বেক্সিমকো ঢাকার রবিউল ইসলাম রবি ৪টি, শফিকুল ইসলাম ২টি এবং রুবেল হোসেন ও নাঈম হাসান ১টি করে উইকেট নেন।
এদিকে জয় পেলেও এখনও পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে ঢাকা। ৪ ম্যাচে এক জয় ও ৩ হারে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গাজী গ্রুপ চট্টগ্রাম।
বাণিজ্য প্রতিদিন/এমআর