Top
সর্বশেষ

কাটার-মাস্টারকে নিয়ে নিউজিল্যান্ডের ভাবনা

২৯ আগস্ট, ২০২১ ১০:১৫ পূর্বাহ্ণ
কাটার-মাস্টারকে নিয়ে নিউজিল্যান্ডের ভাবনা

আসন্ন সিরিজে সাফল্য পেতে হলে নিউজিল্যান্ডের সামনে বড় বাধা হতে পারেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তাই এই পেসারকে সামনে রেখে আলাদা কিছু পরিকল্পনা হাতে নিতেই পারে কিউইরা। কাটার-মাস্টারকে কীভাবে আটকানো যায় তা নিয়ে ভাবছে তারা।

এ সম্পর্কে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত কোচ গ্লেন পকনল বলেন, সম্প্রতি দারুণ বল করছেন মুস্তাফিজ। ডেলিভারিগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করছেন তিনি। মুস্তাফিজ আমাদের জন্য বড় হুমকি হতে পারেন। তাকে কীভাবে আটকানো যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি।

নিউজিল্যান্ড কোচ আরও বলেন, ‘আমাদের ডি গ্র্যান্ডহোম খুবই অভিজ্ঞ একজন টি-টোয়েন্টি খেলোয়াড়। ব্যাট-বল হাতে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা তার কাছ থেকে সেরাটা আশা করব।’

এদিকে মুস্তাফিজ দারুণ ফর্মে আছেন। কিছু দিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের সাফল্যে বাঁহাতি পেসার দারুণ অবদান রেখেছেন। পাঁচ ম্যাচে সাত উইকেট নিলেও প্রত্যেক ম্যাচে অসাধারণ বোলিং করেছেন তিনি। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ খেলে দারুণ সাফল্য পান তিনি।

শেয়ার