Top

দিল্লিতে আফগান শরণার্থীদের বিক্ষোভ

২৯ আগস্ট, ২০২১ ১১:১৩ পূর্বাহ্ণ
দিল্লিতে আফগান শরণার্থীদের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের রাজধানী দিল্লিতে শরণার্থী হিসেবে বসবাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কয়েক হাজার আফগান নাগরিক। গত কয়েক দিন যাবৎ তারা এই সমাবেশ করে আসছেন।

আফগানিস্তান তালেবানদের দখলে চলে যাওয়ার পর পরিবার-পরিজন নিয়ে এসব আফগান নাগরিক ভারতে গিয়ে আশ্রয় নেন। খবর আরব নিউজ।

দিল্লিতে জাতিসংঘ কার্যালয়ের সামনে টানা ছয় দিন ধরে তারা এ বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছেন।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়। দুই দশক পর দেশটির ক্ষমতা এ সংগঠনটির হাতে যাওয়ার পর আফগান ত্যাগ করেছেন অনেক নাগরিক। তাদের অনেকে আশ্রয় নিয়েছেন ভারতে। কিন্তু এদের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ জাতিসংঘের শরণার্থীবিষয়ক কার্যালয়ে শরণার্থী হিসেবে তালিকাভুক্ত হতে পেরেছেন।

বাকিরা এখনও তালিকাভুক্তির অপেক্ষায় আছেন। অপেক্ষমাণ এসব আফগান নাগরিকই গত এক সপ্তাহ ধরেই বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছেন।

শেয়ার