সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আজিজ পাইপস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩ বারে ৫ লাখ ৩৭ হাজার ২৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ১২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা রহিমা ফুডের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৪শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৭৩ বারে ২ লাখ ৮১ হাজার ৪৬৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭৭ বারে ৫২ লাখ ৭৫ হাজার ৯৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নর্দার্ণ জুটের ৭.৩৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৬.৭৩ শতাংশ, বিডি অটোকার্সের ৬.৭২ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৬.৪৬ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৬.৪৫ শতাংশ, আমান ফিডের ৫.৫৪ শতাংশ এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.৫২ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস