ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী রোববার রাতে ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন।চলতি বছর জুন মাসে ইসরায়েলে নতুন সরকার গঠনের পর উচ্চ পর্যায়ের নেতাদের এটাই প্রথম বৈঠক ।বৈঠকটি ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে অনুষ্ঠিত হয়। খবর এপি,র।
প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৈঠকে ফিলিস্তিনি অর্থনীতিকে শক্তিশালী করা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা করেছেন। এই বৈঠক দুই পক্ষের সম্পর্ককে মজবুত করবে বলে আশা করা হচ্ছে।কারণ ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রশাসনের সাম্প্রতিক বছরগুলোতে আব্বাস এবং ইসরায়েলি নেতাদের মধ্যে যোগাযোগ প্রায় সম্পূর্ণভাবে বিচিছন্ন হয়ে গিয়েছিল।
নেতানিয়াহু ফিলিস্তিনিদের প্রতি কঠোর নীতি অনুসরণ করেছিলেন। ইসরায়েলে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে বিতর্কিত জেরুজালেমে স্থানান্তর করেন। আব্বাস সেই বছরগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের সাথে বেশিরভাগ যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন।নেতানিয়াহু বারবার দাবি করেছিলেন যে আব্বাস শান্তি চুক্তির আলোচনার জন্য নির্ভরযোগ্য অংশীদার নয়।
আব্বাসের শীর্ষ সহযোগী হুসেইন শেখ টুইটারে এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন