Top
সর্বশেষ

চাঁদপুরের মুক্তি প্রাইভেট হাসপাতালকে জরিমানা

০২ ডিসেম্বর, ২০২০ ৯:০৭ অপরাহ্ণ
চাঁদপুরের মুক্তি প্রাইভেট হাসপাতালকে জরিমানা
চাঁদপুর প্রতিনিধি : :

চিকিৎসাসেবার রেজিস্ট্রেশন না থাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশ ঠিক না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চাঁদপুরের মুক্তি প্রাইভেট হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সিভিল সার্জন ও জেলা প্রশাসনের যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান। এ সময় সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্ল্যাহ ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ উল্লাহসহ প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান বলেন, আমরা আজকে প্রাইভেট হাসপাতালে অভিযানে নেমেছি। মুক্তি হাসপাতালে যেহেতু প্রথমবার এই অভিযান করা হলো তাই আমরা তাদেরকে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা অর্থদন্ড করেছি।

চাঁদপুর সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ বলেন, চাঁদপুরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসা সেবার পরিবেশ ঠিক রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। চিকিৎসা সেবার ক্ষেত্রে যাদের অনিয়ম পাওয়া যাবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।

শেয়ার