দেশী-বিদেশি বিনিয়োগকারীদের অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করবে ইসলামী ব্যাংক। বিনেয়োগকারীদের এমন ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সাথে চুক্তি ইসলামী ব্যাংক বাংলাদেশ অনলাইন ওয়ান স্টপ সার্ভিস চুক্তিতে সই করেছে।
রোববার (২৯ আগস্ট) ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবিবুল্লাহ ও বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
এসময় বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, মহাপরিচালক নিখিল কুমার দাস ও নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন এবং ইসলামী ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়া ও আহমেদ জোবায়েরুল হক উপস্থিত ছিলেন।