র্দীঘ ২০ বছর পর হারানো ক্ষমতা ফিরে পেয়েছে তালেবান। বর্তমানে দেশটির পরিচালনায় রয়েছে দলটি। তালেবান শাসন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি।
আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান বাহিনী। তালেবান শাসন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। তালেবানকে সমর্থন জানিয়ে ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
প্রশংসার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যাায়, তালেবান ক্ষমতায় এসেছে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা ইতিবাচক মানসিকতা নিয়ে এসেছে। তারা নারীদের কাজ করতে দিচ্ছে। তারা নারীদের রাজনীতিতে ঢোকার সুযোগ করে দিচ্ছে। তারা ক্রিকেটকে সমর্থন দিচ্ছে…এবং আমি বিশ্বাস করি তালবান ক্রিকেট খুব পছন্দ করে।
পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়েত প্রথম ভিডিওটি তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। এত তাকে খুশি হতে দেখা যায়নি, উল্টো বিরক্তি নিয়ে ভিডিও ক্লিপের সঙ্গে স্ট্যাটাসে জুড়ে দিয়েছেন, ‘আফ্রিদিকে তালেবানের পরবর্তী প্রধানমন্ত্রী করা উচিত।’
আফ্রিদির আগে আরেক সাবেক ক্রিকেটার, বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ইতিবাচক দেখছেন তালেবান সরকারকে।