Top

আরও একটি মাইলফলকের সামনে সাকিব

০১ সেপ্টেম্বর, ২০২১ ৩:২০ অপরাহ্ণ
আরও একটি মাইলফলকের সামনে সাকিব

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী বোলার সাকিব আল হাসান। তার উইকেট সংখ্যা ১০২টি। এ তালিকায় ১০৭ উইকেট নিয়ে শীর্ষে আছেন শ্রীলঙ্কার সাবেক তারকা ক্রিকেটার লাসিথ মালিঙ্গা।

আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে ৬ উইকেট পেলেই এককভাবে সর্বোচ্চ উইকেটশিকারী বোলার বনে যাবেন সাকিব আল হাসান।

এছাড়া একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের মালিক হবেন বাংলাদেশি পোস্টার বয়। বর্তমানে সব ফরম্যাট মিলিয়ে তার রান ১২ হাজার ২১৫ রান এবং উইকেট সংখ্যা ৫৯৪টি। আশা করা হচ্ছে, এই সিরিজেই তিনি বিরল এই রেকর্ডের অধিকারী হবেন।

অন্যদিকে, ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জ্যাক ক্যালিসের আন্তর্জাতিক ক্রিকেটে রান সংখ্যা ২৫ হাজার ৫৩৪ এবং উইকেট ৫৭৭টি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি
১/ লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) – ৮৩ ইনিংসে ১০৭ উইকেট
২/ সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৮৩ ইনিংসে ১২ উইকেট
৩/ টিম সাউদি (নিউজিল্যান্ড) – ৮১ ইনিংসে ৯৯ উইকেট
৪/ শহিদ আফ্রিদি (পাকিস্তান) – ৯৭ ইনিংসে ৯৮ উইকেট
৫/ রশিদ খান (আফগানিস্তান) – ৫১ ইনিংসে ৯৫ উইকেট

শেয়ার