Top

শ্রীলঙ্কায় অর্থনৈতিতে জরুরি অবস্থা জারি

০১ সেপ্টেম্বর, ২০২১ ৬:৫৯ অপরাহ্ণ
শ্রীলঙ্কায় অর্থনৈতিতে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় মুদ্রার মান কমে যাওয়ায় এবং খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মুখে অর্থনৈতিতে জরুরি অবস্থা জারি করেছে শ্রীলঙ্কা সরকার।

নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহের নিয়ন্ত্রণ কেন্দ্রের অধীনে নিয়ে গেছে দেশটির সরকার। দ্রব্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে । মূদ্রাস্ফীতি রোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কান রুপির দাম মার্কিন ডলারের বিপরীতে সাড়ে সাত শতাংশ কমে যাওয়ার পর সরকার জরুরি ভিত্তিতে নানান পদক্ষেপ নেওয়া শুরু করেছে।

এদিকে, প্রয়োজনীয় সেবাখাতকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর একজন সাবেক জেনারেলকে কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে জানিয়েছেন, ওই কমিশনার নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণের পাশাপাশি পণ্য মজুতের পরিমাণও ঠিক করে দিতে পদক্ষেপ নেবেন।

চিনি, পেঁয়াজ ও আলুর মতো মৌলিক খাদ্যদ্রব্যের দাম বাড়ার পরই এ ঘোষণা দেয় সরকার। এগুলো ছাড়া গুঁড়া দুধ, কেরোসিন, রান্নার গ্যাসসহ অন্যান্য পণ্যের ঘাটতির কারণে বিভিন্ন দোকানের বাইরে মানুষের দীর্ঘ সারি দেখা যায় দেশটিতে।

শেয়ার