সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানির ৬২ কোটি ০১ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৯২ লাখ ৩১ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৩৫ লাখ ৮৯ হাজার টাকার।
এছাড়া, কে এন্ড কিউয়ের ৪ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৩ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২ কোটি ৮২ লাখ ৮৭ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৩৮ লাখ টাকার, নর্দান ইন্স্যুরেন্সের ২ কোটি ১১ লাখ ২০ হাজার টাকার, ফর্চুন সুজের ১ কোটি ৫৫ লাখ টাকার, আরডি ফুডের ১ কোটি ২৬ লাখ ২৯ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ৮৩ লাখ ২০ হাজার টাকার, প্রিমিয়ার সিমেন্টের ৭৭ লাখ ৬২ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৭১ লাখ ৩৬ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৪৩ লাখ ৬৫ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৩৮ লাখ ৪৯ হাজার টাকার, বেঙ্গল উইন্ডসোরের ৩২ লাখ টাকার, মুন্নু সিরামিকের ২৮ লাখ ৩৭ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২৪ লাখ ২১ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ২৩ লাখ ৩৮ হাজার টাকার, ডমিনেজের ১৯ লাখ ৪২ হাজার টাকার, রূপালি ইন্স্যুরেন্সের ১৭ লাখ ৪২ হাজার টাকার, ইস্টার্ন ১৬ লাখ ৬২ হাজার টাকার, মাটিন স্পিনিংয়ের ১৬ লাখ ২০ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১৫ লাখ টাকার, প্যারামাউন্টের ১৩ লাখ ৮৭ হাজার টাকার, এসবিএসি ব্যাংকের ১৩ লাখ ৭৩ হাজার টাকার, গ্রীন ডেল্টার ১৩ লাখ ৬৭ হাজার টাকার, আমান ফিডের ১৩ লাখ ৪৬ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ১৩ লাখ ১৫ হাজার টাকার, সাইফ পাওয়ারের ১২ লাখ ৯৮ হাজার টাকার, অ্যাক্টিভ ফাইনের ১১ লাখ ৭৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১১ লাখ ৪৩ হাজার টাকার, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১১ লাখ ১ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ১০ লাখ ২৯ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৯ লাখ ৫৩ হাজার টাকার, ইস্টার্ন ইন্সুরেন্সের ৯ লাখ ৫০ হাজার টাকার, ফার্স্ট ফাইন্যান্সের ৯ লাখ ২০ হাজার টাকার, আইসিবি সোনালী-১ মিউচুয়াল ফান্ডের ৮ লাখ ২০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৭ লাখ ৮০ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ৭ লাখ ৮০ হাজার টাকার, ফিনিক্স ফাইন্যান্সের ৭ লাখ টাকার, বিএসআরএম লিমিটেডের ৬ লাখ ৯৮ হাজার টাকার, এসিআইর ৬ লাখ ১০ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ৫ লাখ ৯৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫ লাখ ৯২ হাজার টাকার, আলিফের ৫ লাখ ৮৫ হাজার টাকার, ডেল্টা লাইফের ৫ লাখ ৮০ হাজার টাকার, আমরানেটের ৫ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস