ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৮১ লাখ ৪৫ হাজার ৪০৪ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৫২৬ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাফার্জ হোলসিমের ৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৫৭ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯৮ কোটি ২১ লাখ ৭৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৮১ লাখ ১৩ হাজার ৬৮৮ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৩ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রিটিশ আমেরিকান টোবাকো ১৬২ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকার, শাহাজিবাজারের ১৫৬ কোটি ২২ লাখ ৪৭ হাজার টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ১৪৯ কোটি ৭ লাখ ৯১ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৪১ কোটি ৯৯ লাখ ৮ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১২২ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার টাকার, লংকা বাংলা ফাইন্যান্সের ১১৬ কোটি ১১ লাখ ৬ হাজার টাকার ও আইএফআইসি ব্যাংকের ১০০ কোটি ২৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস