Top

আজ তালেবানের সরকার গঠন!

০৪ সেপ্টেম্বর, ২০২১ ৩:০৬ অপরাহ্ণ
আজ তালেবানের সরকার গঠন!

আফগানিস্তানের ক্ষমতা দখলের পর আজ শনিবার সরকার গঠন করতে যাচ্ছে তালেবান। গোষ্ঠীটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তালেবান সরকারের প্রধান হতে যাচ্ছেন কাতারের তালেবান কার্যালয়ের চেয়ারম্যান মোল্লাহ আবদুল গণি বারাদার।

ইরানের ধাঁচে সরকার গঠন করতে চায় তালেবান। সে ক্ষেত্রে সর্বোচ্চ নেতা হতে পারেন দলের প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

তালেবানের তথ্য ও সাংস্কৃতিক কমিশনের সিনিয়র কর্মকর্তা মুফতি ইনামুল্লাহ সামানগণি বলেন, ‘আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। এছাড়া মন্ত্রিসভা নিয়েও প্রয়োজনীয় আলাপ হয়েছে… মোল্লাহ হেবাতুল্লাহ আখুন্দজাদা আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হবেন আর এনিয়ে কোনও প্রশ্ন নেই।’

সামানগণি জানান, নতুন সরকারের কাঠামো অনুযায়ী প্রদেশের দায়িত্বে থাকবেন গভর্নর। আর জেলা গভর্নর সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত হবেন।

শেয়ার