সাকিব আল হাসান মাঠে নামা মানেই নতুন কোনো অর্জনে নাম লেখানো। সাফল্যের মুকুটে যোগ করা নতুন পালক। ব্যক্তিগত অর্জনে সাকিব বরাবরই নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। এবার তার সামনে তিনটি মাইলফলকের হাতছানি যেখানে যেতে অনেক পথ পাড়ি দিতে হয়, অনেক সাধনা করতে হয়। আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে আর মাত্র ২টি উইকেট নিলেই ৩টি অনন্য রেকর্ডের মালিক হবেন সাকিব আল হাসান।
আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেট নিলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে শীর্ষে উঠে যাবেন সাকিব। ৮৪ ম্যাচে ১০৭ উইকেট নিয়ে মালিঙ্গার টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ হয়েছে। ৮৬ ম্যাচে ১০৬ উইকেট পাওয়া সাকিব নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেট নিলেই ছাড়িয়ে যাবেন লঙ্কান পেসারকে।
এছাড়া, তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুই উইকেট নিলেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে একইসঙ্গে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের রেকর্ড গড়বেন সাকিব। যা করতে পারেনি এর আগে কেউ।
শুধু তা-ই নয়, আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব। ২ উইকেট নিলে আন্তর্জাতিক আঙিনায় ৬০০ উইকেটের কীর্তি গড়বেন তিনি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে অনন্য এই কীর্তি গড়বেন বাঁহাতি স্পিনার। সব মিলিয়ে ২৩তম বোলার হিসেবে এই মাইলফলকে পৌঁছাবেন সাকিব। আর বাঁহাতি স্পিনারদের মধ্যে হবেন দ্বিতীয় বোলার।