Top

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

০৫ সেপ্টেম্বর, ২০২১ ৩:৩৮ অপরাহ্ণ
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। রোববার (৫ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের মুখোমুখি মাহমুদউল্লাহ রিয়াদের দল। খেলাটি শুরু হচ্ছে বিকেল ৪টায়।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জেতার সুযোগ বাংলাদেশের সামনে। সিরিজের তৃতীয় ম্যাচ জিতলেই দুই ম্যাচ হাতে রেখেই ইতিহাস গড়া হয়ে যাবে টাইগারদের।

প্রথম দুই ম্যাচে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। পরের ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। যদিও ৪ রানে ম্যাচটি জিতে শেষ হাসি হাসে রিয়াদবাহিনী।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, উইল ইয়াং, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকনকি, স্কট কুগেলেইন ও এজাজ প্যাটেল।

শেয়ার