পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আফগান সীমান্তের কাছে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিনজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শিয়া অধ্যুষিত এলাকাটির একটি বাজারের কাছে রোববার সকালে ওই বোমা হামলার ঘটনা ঘটে।দ্য ডন ও এনডিটিভির বরাতে এ খবর জানা গেছে।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, আজ রোববার প্রদেশের কোয়েটা শহরের মিয়ান ঘুন্দি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সেখানে হাজারা শিয়া নামের পাকিস্তানের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ব্যবসায়ীরা সবজি কেনাবেচা করছিলেন। এক হামলাকারী মোটরসাইকেলে সেখানে গিয়ে শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটান।
কোয়েটা পুলিশের উপমহাপরিদর্শক আজহার আকরাম জানান, রোববার সকালে বেলুচিস্তানের মাসতুং জেলায় ফ্রন্টিয়ার কোরের (এফসি) চেকপয়েন্টে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং দুজন পথচারী। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
বেলুচিস্তানে শিয়া জনগোষ্ঠীকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালানো হয়। প্রদেশের সুন্নি মুসলিমদের বিভিন্ন দল মূলত হামলাগুলো চালিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বেলুচিস্তানের নিরাপত্তারক্ষীরা প্রায়ই বিদ্রোহীদের হামলার শিকার হয়ে থাকেন।
জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। এ হামলার নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।