Top

সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল টাইগারদের

০৫ সেপ্টেম্বর, ২০২১ ৭:৪৬ অপরাহ্ণ
সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল টাইগারদের

এলেন, দেখলেন, চলে গেলেন! এটিই ছিল আজ (রোববার) বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিটের গল্প। হঠাৎ করেই জ্বলে উঠলেন নিউজিল্যান্ডের দুই বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল ও রাচিন রবীন্দ্র। তাদের সামলাতেই হিমশিত অবস্থা টাইগার ব্যাটসম্যানদের। এজাজ-রাচিনের আগুনে পুড়েছে বাংলাদেশ। জেতাতে পারেননি স্রোতের বিপরীতে গিয়ে লড়া মুশফিকুর রহিমও। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে ৫২ রানে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল বাংলাদেশের।

মিরপুরের উইকেটে চিরচেনা সাকিব আল হাসান, নাসুম আহমেদদের কাছে। অথচ সিরিজের তৃতীয় ম্যাচে আজ এই দুই স্পিনার একেবারেই সুবিধা করতে পারেননি। সাকিব, নাসুম, মুস্তাফিজদের সামনে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ১২৮ রান জমা করে নিউজিল্যান্ড। লক্ষ্য টপকাতে নেমে দুই বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল আর রাচিন রাবীন্দ্রতেই খেই হারিয়ে বসে বাংলাদেশ। এজাজ ৪টি ও রাচিন নেন ১ উইকেট। এতে ৭৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।

টম লাথাম যখন আগে টস জিতে ব্যাটিং নিলেন, তখন বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল তাকে। নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে এসে প্রথম অনুশীলনে নামে ২৭ আগস্ট। এতদিনে মিরপুরের উইকেট সম্পর্কে ভালো ধারণা পেয়ে গেছে সফরকারীরা। টস জিতে ব্যাটিং নেওয়ার পর সে কথায় জানিয়েছেন কিইউ দলপতি। তাদের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত দেখা গেল মাঠের লড়াইয়ে, এতে খেই হারানো বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল।

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে ভিন্ন দুই সমীকরণ নিয়ে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। রোববার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ জিতলে যেখানে সিরিজ জয় হতো টাইগারদের, সেখানে সিরিজ বাঁচাতে জিততেই হতো কিউইদের। নিজেদের ওই মিশনে স্বাগতিকদের হতাশ করে সফরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ব্ল্যাকক্যাপসরা। আগামী ৮ ও ১০ তারিখের ম্যাচ দুটি জিতলে সিরিজ পকেটে পুরতে পারবে তারাও।

লক্ষ্য টাপকাতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। পেসার জ্যাকব ডেফিকে টানা দুই চার মেরে রানের খাতা খোলেন ওপেনার নাঈম শেখ। পরের ওভারে এজাজকে চার মেরে দারুণ শুরুর বার্তা দেন লিটন দাসও। তবে সেটি ধরে রাখতে পারেননি এই দুই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারে কোল ম্যাককঞ্চির বলে লেগ বিফোর হয়ে ফেরেন লিটন। আউট হন ১১ বলে ১৫ রান করে। এতে ভাঙে স্বাগতিকদের ২৩ রানের উদ্বোধনী জুটি।

পরের ওভারে টাইগার শিবিরে জোড়া আঘাত হানেন প্যাটেল। শুরুতে তিন নম্বরে ব্যাট করতে আসা শেখ মেহেদী হাসান সাজঘরের পথ ধরেন ১ রানে। ১ বল পর প্যাটেল তুলে নেন সাকিবকে। এদিন তো রানেই খাতা খুলতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। পরে একে একে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন মাহমুদউল্লাহ (৩), আফিফ (০), নুরুল হাসান সোহান (৮), মোহাম্মদ সাইফউদ্দিন (৮), নাসুম আহমেদরা (০)।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত ধরে রেখে খেলতে থাকেন মুশফিক। শেষপর্যন্ত অপরাজিত থ্যাকেন ৩৭ বলে ২০ রান করে। তবে বাকিদের মতো মুস্তাফিজও সঙ্গ দিতে পারেননি, শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ৪ রানে। এতে ৭৬ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৫২ রানে নিজেদের প্রথম জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

আজ ২ উইকেট পেলে দুর্দান্ত কিছু মাইলফলক স্পর্শ করতেন সাকিব আল হাসান। তবে কোনও উইকেটের দেখা পাননি এই বাঁহাতি স্পিনার। যদিও সে সুযোগ শেষ হয়ে যায়নি সাকিবের। আজ ৪ ওভার হাত ঘুরিয়ে কোনও উইকেটের দেখা না পেলেও বিশ্বকাপকে সামনে রেখে বোলিংয়ে বৈচিত্র আনতে দেখা যায় সাকিবকে। নিজের কব্জি ব্যবহার করে কয়েকটি বল লেগ স্পিন করেন তিনি।

শেয়ার