Top

টি-টোয়েন্টিতে আর কখনও কিপিং করবেন না মুশফিক

০৫ সেপ্টেম্বর, ২০২১ ৯:৩৮ অপরাহ্ণ
টি-টোয়েন্টিতে আর কখনও কিপিং করবেন না মুশফিক

টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের হয়ে আর কখনও কিপিং না করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুশফিক না থাকায় উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘদিন পর দলে ফেরা নুরুল হাসান সোহান। অস্ট্রেলিয়া সিরিজে কঠোর জৈব সুরক্ষা বলয়ের নিয়মের কারণে মুশফিক খেলতে না পারায় সেই সিরিজেও সোহান উইকেটরক্ষকের দায়িত্ব আস্থার সাথে পালন করেন।

দুর্দান্ত কিপিং দিয়ে আলোচনায় আসা সোহানকে দায়িত্ব ভাগাভাগি করতে হত নিউজিল্যান্ড সিরিজে। ডমিঙ্গো জানিয়েছিলেন, নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে সোহান এবং পরের দুই ম্যাচে মুশফিক কিপিং করবেন; আর পঞ্চম ম্যাচের দায়িত্ব বিবেচনা করা হবে এই চার ম্যাচের পারফরম্যান্স অনুযায়ী।

তবে তৃতীয় ম্যাচে যথারীতি সোহানকেই কিপিংয়ে দেখা গেছে। ম্যাচ শেষে ডমিঙ্গো জানান, মুশফিক আর এই ফরম্যাটে উইকেটরক্ষকের ভূমিকায় থাকতে চান না। আর তাই সোহানকেই দলের মূল কিপার হিসেবে ভাবছে টিম ম্যানেজমেন্ট।

ডমিঙ্গো বলেন, ‘মুশফিকের সাথে আলোচনা করে দুই ম্যাচ পর কিপার পরিবর্তনের সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। দ্বিতীয় ম্যাচের পর তার কিপিং করার কথা। সে আমাকে বলেছে, টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চায় না। আমাদের তাই এটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে।’

‘আমার মনে হয় না মুশফিকের আর এই ফরম্যাটে কিপিং করার তেমন ইচ্ছা আছে। আমরা তাই সোহানের দিকে মনোযোগ রাখছি, এবং তাকেই কিপিংয়ের দায়িত্ব দিতে যাচ্ছি।’– বলেন ডমিঙ্গো।

শেয়ার