Top
সর্বশেষ

সিরাজগঞ্জে কিশোরকে শ্বাসরোধ করে হত্যা

০৪ ডিসেম্বর, ২০২০ ৩:৪৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে কিশোরকে শ্বাসরোধ করে হত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

 

সিরাজগঞ্জ সদর উপজেলায় খড়ের গাদা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ ডিসেম্বের) বেলা ১১টার দিকে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ফুলবাড়ী তালতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত শরিফুল ইসলাম (১৪) পাশের তেলকুপি গ্রামের ওয়াসিমের ছেলে।

সদর থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে নিখোঁজ হয় শরিফুল। সকালে খড়ের গাদায় তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ তা উদ্ধার করে।

এ পুলিশ কর্মকর্তা আরো বলেন, “মৃতের গলায় গেঞ্জি প্যাঁচানো ছিল এবং মুখের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে খড়ের গাদার নিচে লুকিয়ে রাখা হয়েছিল।”

লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ফারুকী।

শেয়ার