Top

আজও দর বৃদ্ধির শীর্ষে এডিএন টেলিকম

০৬ সেপ্টেম্বর, ২০২১ ৪:০১ অপরাহ্ণ
আজও দর বৃদ্ধির শীর্ষে এডিএন টেলিকম
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৫৪১ বারে ৩২৮ লাখ ২১ হাজার ৩৮৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৫ কোটি ৩১ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮০০ বারে ৬১ লাখ ৪৮ হাজার ৬৮৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৮ কোটি ১৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা তসরিফার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১২৪ বারে ৫৩ লাখ ২১ হাজার ১৪৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৪ কোটি ৯৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শেফার্ডের ৯.৭৮ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৯.৭৭ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৮.৬৬ শতাংশ, শাশা ডেনিমসের ৮.৬০ শতাংশ, বাটা সু’র ৭.৪৯ শতাংশ, ফার্মা এইডসের ৭.৪৮ শতাংশ এবং ডরিন পাওয়ারের শেয়ার দর ৭.২৮ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার