Top

ব্লক মার্কেটে লেনদেন ৫৭ কোটি টাকার

০৬ সেপ্টেম্বর, ২০২১ ৪:২০ অপরাহ্ণ
ব্লক মার্কেটে লেনদেন ৫৭ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানির ৫৭ কোটি ৮০ লাখ ৪৮ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  ব্লক মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে প্রায় ২৮ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে এডিএন টেলিকমের ১১ কোটি ৪৩ লাখ ৭৫ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১১ কোটি ২৪ লাখ টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের ৬ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার।

এছাড়া, বেক্সিমকো ফার্মার ২ কোটি ৫৭ লাখ ২ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২ কোটি ৩৯ লাখ টাকার, ফাইন ফুডসের ১ কোটি ৮৪ লাখ ৮ হাজার টাকার, ফর্চুন সুজের ১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ১ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১ কোটি ৬২ লাখ টাকার, শাহজিবাজার পাওয়ারের ১ কোটি ৫৭ লাখ ৬৭ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ১ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকার, ইস্টার্ন ইন্সুরেন্সের ৯৪ লাখ ৬৭ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৮৫ লাখ ৮৭ হাজার টাকার, বে-লিজিংয়ের ৮৪ লাখ ৭০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৮০ লাখ ৩৫ হাজার টাকার, এনভয় টেক্সটাইলের ৭৪ লাখ ৪৮ হাজার টাকার, ফার কেমিক্যালের ৭২ লাখ ৬২ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ৬১ লাখ ৭৪ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ৫৭ লাখ ১২ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৫২ লাখ ৫ হাজার টাকার, অ্যাক্টিভ ফাইনের ৪৩ লাখ ৮৩ হাজার টাকার, রিজেন্ট টেক্সটাইলের ৪২ লাখ ৯৩ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৪১ লাখ ৩ হাজার টাকার, সাইহাম কটনের ৪০ লাখ ২০ হাজার টাকার, আরডি ফুডের ৩৭ লাখ ৬০ হাজার টাকার, জিপিএস ফাইন্যান্সের ৩৭ লাখ ৫৩ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৩৫ লাখ ২০ হাজার টাকার, ন্যাশনাল হাউজিংয়ের ৩৪ লাখ ৫৫ হাজার টাকার, কে এন্ড কিউয়ের ৩৩ লাখ টাকার, আলিফের ৩১ লাখ ৭০ হাজার টাকার, শাহজালাল ব্যাংকের ২৯ লাখ ৩০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ২৮ লাখ ৪০ হাজার টাকার, হাইডেলবার্গ সিমেন্টের ২২ লাখ ৭৫ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১৯ লাখ ৪০ হাজার টাকার, বার্জার পেইন্টসের ১৮ লাখ ২০ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ১৭ লাখ ৭০ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ১৬ লাখ ৯২ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ১৫ লাখ ৮০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১১ লাখ ৭২ হাজার টাকার, এসবিএসি ব্যাংকের ১০ লাখ ৩০ হাজার টাকার, প্রিমিয়ার সিমেন্টের ৯ লাখ টাকার, গ্রামীণফোনের ৮ লাখ ৩২ হাজার টাকার, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৭ লাখ ৭২ হাজার টাকার, এপেক্স ফুডের ৭ লাখ টাকার, বিডি থাইয়ের ৬ লাখ ২৫ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৫ লাখ ৮০ হাজার টাকার, ভিএফএস থ্রেডের ৫ লাখ ৬৯ হাজার টাকার, আমান ফিডের ৫ লাখ ৩৯ হাজার টাকার, ফার্মাএইডের ৫ লাখ ৩৫ হাজার টাকার, ফাস ফাইন্যান্সের ৫ লাখ ১৮ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ৫ লাখ ৭ হাজার টাকার, আমান কটনের ৫ লাখ ৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার