Top

মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

০৪ ডিসেম্বর, ২০২০ ৩:৪৮ অপরাহ্ণ
মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে  নিহত ৭
বাণিজ্য প্রতিদিন ডেস্ক :

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মূলকান্দি এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ ৭ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাসমত উল্লাহ।

নিহত ব্যক্তিরা হলেন, হরেকৃষ্ণ বাদ্যকার (৬০), খুশি বাদ্যকার (৫০), গোবিন্দ বাদ্যকার (৩০), ববিতা বাদ্যকার (২৬), রাধে বাদ্যকার (৫), রামপ্রসাদ বাদ্যকার (৩০) এবং অটোরিকশার চালক জামাল শেখ (৩২)। তাদের সবার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, শুক্রবার দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশায় ছয়জন দৌলতপুর থকে মানিকগঞ্জে যাচ্ছিলেন। বিকেল পৌনে তিনটার দিকে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের মুলকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুশি সংঘর্ষে ঘটনাস্থলেই চালকসহ ওই ছয়জন নিহত হন।

ওসি বলেন, নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাণিজ্য প্রতিদিন/এমআর 

শেয়ার