নতুন এক বিশ্লেষণে দেখা যাচ্ছে, এই বছরের শেষ নাগাদ ধনী দেশগুলোর কাছে প্রয়োজনের অতিরিক্ত টিকা থাকবে প্রায় ১২০ কোটি ডোজ। এসব টিকা বড় অংশই অপেক্ষা দরিদ্র দেশগুলোতে অনুদান দেওয়ার কোনও পরিকল্পনা তাদের নেই।
তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান এয়ারফিনিটি’র নতুন জরিপে দেখা যাচ্ছে বর্তমানে পশ্চিমা দেশগুলোর কাছে টিকা রয়েছে প্রায় ৫০ কোটি ডোজ। এর মধ্যে ৩৬ কোটি ডোজ টিকা কোথাও অনুদান দেওয়ার পরিকল্পনা তাদের নেই। এই বছরের শেষ নাগাদ এসব দেশের কাছে মজুদ রয়েছে ১২০ কোটি ডোজ টিকা। এর মধ্যে ১০৬ কোটি ডোজই অনুদানের পরিকল্পনা তাদের নেই।
এয়ারফিনিটির পূর্ণাঙ্গ প্রতিবেদনটি প্রকাশ হবে ৭ সেপ্টেম্বর। এই প্রতিবেদনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয়ান ইউনিয়ন, কানাডা ও জাপানে টিকার সরবরাহকে গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশ্বের বহু প্রখ্যাত স্বাস্থ্য সংস্থা এবং কর্মকর্তা বিশ্ব জুড়ে টিকা বৈষম্য নিয়ে সমালোচনা করেছেন। এই বৈষম্য নিরসনে জাতিসংঘের উদ্যোগে টিকা বন্টন উদ্যোগ কোভ্যাক্স যাত্রা করে। প্রাথমিকভাবে এই উদ্যোগের লক্ষ্য ছিলো এই বছরের শেষ নাগাদ ১৯০টি দেশে দুইশ’ কোটির বেশি ডোজ টিকা সরবরাহ। এর মাধ্যমে বিশ্বের অন্তত ২০ শতাংশ মানুষের জন্য টিকা প্রাপ্তির লক্ষ্য ছিলো তাদের।
তবে ধনী দেশগুলো নিজেরাই টিকা উৎপাদকদের সঙ্গে চুক্তি করতে থাকায় কোভ্যাক্স টিকা কম পায়। এরপর ধনী দেশগুলো টিকা মজুদও শুরু করে।
জি২০ গ্রুপের স্বাস্থ্যমন্ত্রীদের এক বৈঠকে রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, বিশ্ব জুড়ে টিকা বৈষম্য গ্রহণযোগ্য নয়। বিশ্ব জুড়ে পাঁচশ’ কোটির বেশি ডোজ টিকা প্রয়োগ জানিয়ে তিনি বলেন, এর ৭৫ শতাংশই প্রয়োগ হয়েছে মাত্র ১০টি দেশে। আফ্রিকায় মাত্র দুই শতাংশ মানুষকে টিকা দেওয়া গেছে বলেও জানান তিনি।