Top
সর্বশেষ

দ্বিতীয় দেখাতেও খুলনার কাছে বরিশালের হার

০৪ ডিসেম্বর, ২০২০ ৬:০২ অপরাহ্ণ
দ্বিতীয় দেখাতেও খুলনার কাছে বরিশালের হার

প্রথম পর্বের খেলায় খুলনার কাছে হারতে হয়েছিলো বরিশালের। আজ ফিরতি পর্বের লড়াইয়ে আরও সহজে জিতল মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। পঞ্চম ম্যাচে পাওয়া তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলেরও দুই নম্বরে উঠে গেছে তারা। বরিশালকে ৪৮ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে জেমকন খুলনা। জেমকন খুলনার দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষটা ছিল ছন্নছাড়া। শুরুতে তামিম ইকবাল ২১ বলে ৩২ রানের ইনিংস খেলার আগে পারভেজ হোসেন ইমন সাজঘরে ফেরেন ২৬ বলে ১৯ রান করে।

এরপর আফিফ হোসেনের ৩ রানে ফেরার পর তৌহীদ হৃদয় খেলেন ২৭ বলে ৩৩ রানের ইনিংস। ইরফান শুক্কুরের ১৬ (২০) আর মাহিদুল অংকনের ১০ রানে বিদায়ের পর বাকিরা পার হতে পারেননি দশ রানের কোঠাও। শেষ পর্যন্ত বরিশাল থামে ১৯.৫ ওভারে ১২৩ রানে। খুলনার হয়ে দুটি করে উইকেট নেন শুভাগত হোম, শহিদুল ইসলাম ও হাসান মাহমুদ। এছাড়া ১টি করে উইকেট নেন সাকিব আল হাসান ও আল আমীন।

এর আগে দুপুরে টসে হেরে ব্যাট করতে নেমে খুলনার ওপেনার জাকির হাসানের ৪২ বলে ৬৩ রানের ইনিংস আর ইমরুল কায়েসের ৩৭ ও মাহমুদউল্লাহর ২৪ রানে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলে বরিশাল। খুলনার হয়ে ৩ উইকেট নেন কামরুল ইসলাম, ২ উইকেট নেন তাসকিন আহমেদ ও একটি নেন তানভির ইসলাম।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার