Top
সর্বশেষ

করোনায় আক্রান্ত নুরুল ইসলাম নাহিদ

০৪ ডিসেম্বর, ২০২০ ৬:১১ অপরাহ্ণ
করোনায় আক্রান্ত নুরুল ইসলাম নাহিদ
বাণিজ্য প্রতিদিন ডেস্ক :

করোনায় আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তার সাবেক সহকারী একান্ত সচিব জাকির হোসেন।

এর আগে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনার পরীক্ষা করান নুরুল ইসলাম নাহিদ। পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়।

জাকির হোসেন বলেন, নুরুল ইসলাম নাহিদ বর্তমানে তার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা সার্বক্ষণিক তার খোঁজখবর নিচ্ছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার