Top

দর পতনের শীর্ষে আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড

০৭ সেপ্টেম্বর, ২০২১ ৪:০৪ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫৭ শতাংশ কমেছে। ফান্ডটি ২৯৪ বারে ১৩ লাখ ৬৪ হাজার ৫৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩২ শতাংশ কমেছে। ফান্ডটি ৪০ বারে ২ লাখ ২৭ হাজার ৩৪৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডরিন পাওয়ারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৮৮ বারে ৪৩ লাখ ১৯ হাজার ৭৩৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৮ কোটি ৫৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- আলিফ ইন্ডাস্ট্রিজের ৪.৪৯ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৪.১৭ শথাংশ, রংপুর ফাউন্ড্রির ৩.৯৮ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৩.৭০ শতাংশ, শ্যামপুর সুগারের ৩.৬৪ শতাংশ বেক্সিমকোর ৩.৫০ শতাংশ এবং মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর ৩.৪৮ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার